আশ্বিনের রাতে টলিপাড়ার মৌতাত, চোখ রাখল আনন্দবাজার অনলাইন

2022-09-21 2

তারায় ভরা আশ্বিনের রাত। কলকাতার এক হোটেলে হুল্লোড়ের হইচই। আবীর থেকে পরমব্রত। জয়া থেকে পাওলি। শিবপ্রসাদ থেকে সৃজিত। 'হইচই' -এর ডাকে সব্বাই হাজির। শুধু এ পার বাংলা নয়, বাংলাদেশের চঞ্চল থেকে মোশারফ করিম বাংলা ভাষায় 'হইচই'এর নতুন কাজ প্রকাশের আসরে হাজির তাঁরাও। 'হইচই'-এর ৫ বছরের জন্মদিনে পঁচিশটি নতুন কাজের ঘোষণায় মাতোয়ারা টলিপাড়া। দুর্গা পুজোর আগেই ঢাকে পড়ল কাঠি, ছোট করে হয়ে গেল দুর্গা উৎসব।

Videos similaires