বিয়ের পর প্রথম পুজো, চৈতন্যকে অষ্টমীতে ধুতি পরাবেন প্রেমিক অভিষেক

2022-09-21 2

একজন লাল শাক খেয়ে অবাক তো অন্য জন আমলকির তরকারি। ফ্যাশন ডিজাইনার অভিষেক আর ডিজিটাল মাধ্যমে কর্মরত চৈতন্য। ভিন্ন দুই সংস্কৃতির মানুষ সম লিঙ্গের ভালবাসায় ঘর বেঁধেছেন। তাঁদের বিয়ের পর প্রথম দুর্গা পুজো। চৈতন্যকে ধুতি পরাবেন অষ্টমীর দিন এমনটাই ভাবছেন অভিষেক। মহারাষ্ট্রের ছেলে চৈতন্য অপেক্ষায় কলকাতার দুর্গা পুজো দেখার জন্য। তাঁদের সঙ্গে আড্ডায় আনন্দবাজার অনলাইন।