মালদহের সেন বাড়ির দুর্গাকে দশমীতে নৌকায় চাপিয়ে ঘোরানো হয় মহানন্দা নদীতে

2022-09-18 2,031

মালদহ ইংরেজবাজারের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের কোতোয়ালি এলাকার রয়েছে সেন বাড়ির দুর্গা পুজোর সূত্রপাত বর্ধমানের কাটোয়ার শ্রীখণ্ড এলাকায়। পরবর্তীতে সেই পুজো মালদহের কোতোয়ালিতে নিয়ে আসা হয়। এখনও খুব ধুমধামের সঙ্গে হয়ে আসছে এই পুজো।

Videos similaires