অচিন্ত্য এখন অনুপ্রভা, ‘শঙ্খ-চক্র’ হাতে এক লড়াকু জীবনের গল্প
2022-09-09
12
নৈহাটির এক নিম্ন মধ্যবিত্ত শ্রমিক পরিবারের ছেলে অচিন্ত্য। ছোটবেলা থেকেই আর পাঁচজনের মতো নয়, বেশ খানিকটা আলাদা। ভেঙেচুরে নিজেকে নতুন আঙ্গিকে গড়েছেন। অচিন্ত্যর আবরণ ছেড়ে হয়ে উঠেছেন অনুপ্রভা।