গ্রেফতার হলেও 'বীর' অনুব্রত

2022-09-09 3

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে শুক্রবার সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এদিন অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়ে মমতা বলেন, বেচারা কেষ্ট, ওঁর একটু শরীর খারাপ। কেষ্টকে নজরদারি করে রেখেছিল সব ভোটে। লাভ হয়েছে?

Videos similaires