ভারতের ছবিতে ঝড় তুলতে আসছে দক্ষিণী ছবি 'পন্নিইন সেলভান'

2022-09-08 8

খুব শীঘ্রই আসছে দক্ষিণী পরিচালক মণিরত্নমের নতুন ছবি ‘পোন্নিয়িন সেলভান’। ছবির চাকচিক্য, যুদ্ধের চাল দেখে অনুরাগীরা মনে করছেন এ ছবি 'বাহুবলী'-কে চ্যালেঞ্জ জানাতে পারে। ছবিতে পাজুভোরের রানি নন্দিনীর বেশে আসবেন ঐশ্বর্য রাই বচ্চন। ছবিতে শাড়ি আর গা ভর্তি গয়নায় দেখা যাচ্ছে তাঁকে। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির জনপ্রিয় উপন্যাস 'পন্নিইন সেলভান' অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের প্রেক্ষাপট ধরা পড়বে এই ছবিতে। কার্যত দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের সময়কালে পরিবারের উত্তরসুরিদের অন্তর্দ্বন্দ্বের ফলে যে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছিল, তাই তুলে ধরা হবে এই ছবিতে। তামিল, হিন্দি, তেলুগু, মালায়লম, কন্নড় ভাষায় ‘পোন্নিয়িন সেলভান’ এর প্রথম পর্ব মুক্তি পেতে চলেছে। এই ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন থাকবেন দ্বৈত ভূমিকায়। এ ছাড়াও ছবিতে দেখা যাবে বিক্রম কার্তি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রাম, জয়ম রবি এবং ঐশ্বরিয়া লক্ষ্মীকে।