ইডি হানা সোদপুরের রাজেন্দ্রপল্লীতে

2022-09-06 0

সোমবার সাতসকালে সোদপুরের রাজেন্দ্রপল্লী এলাকায় সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। বাড়িতে না থাকায় ডেকে পাঠানো হয় সুব্রতকে। এরপর দুপুর ২টো নাগাদ বেলঘরিয়া ফিডার রোডের একটি অফিসে তাঁকে নিয়ে যান ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, সুব্রতর সঙ্গে এসএসসির উপদেষ্টা কমিটি ও প্রভাবশালীদের যোগ ছিল।

Videos similaires