China Earthquake: ৬.৮ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প চিনে, দেখুন

2022-09-05 3

সোমবার সকালে ৬.৮ মাত্রার ভূমিকম্পে  কেঁপে ওঠে চিন। সোমবরা সিচুয়ান প্রদেশের কংডিংয়ে এক নাগাড়ে ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায়। সিচুয়ান প্রদেশ থেকে ১০ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। সিচুয়ানের পাশাপাশি চেঙ্গডুতেও কম্পন অনুভূত হয়।