বেনিয়াটোলা সার্বজনীনে অষ্টধাতুর দুর্গা

2022-09-04 6


হিন্দু বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর এই ক'টি দিনের জন্য। পাঁচ দিনের পুজোর পর দশমীতে নিরঞ্জন হয়ে যায় দশভুজার । আবার শুরু হয় অপেক্ষা। মানুষকে বছরভর দুর্গাপুজোর আনন্দ দিতে এ বার শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন পুজো কমিটি তাদের ৭৮ তম বছরে প্রতিষ্ঠা করল মিন্টু পালের হাতে তৈরি অষ্টধাতুর দুর্গামূর্তি। দেবী সেখানে পুজো পাবেন ৩৬৫ দিন ।