নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ফিরলেন ‘লক্ষ্মী ছেলে’ কৌশিক

2022-09-03 14

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘লক্ষ্মী ছেলে’ দেখানো হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। শুক্রবার তখন অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ। উপস্থিত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির কমবেশি ১৪০০ ছাত্র। মিশনের মহারাজদের আগ্রহে, উইনডোজ প্রযোজনা সংস্থার সৌজন্যে এ দিন কৌশিক পরিচালক থেকে ‘শিক্ষক’। নিজের ছবি দিয়েই শেখালেন কী করলে ‘লক্ষ্মী ছেলে’ হওয়া যায়।