কোন্নগরের থিমশিল্পীর তৈরি প্যান্ডেল পাড়ি দিচ্ছে ক্যালিফোর্নিয়ায়

2022-09-02 23

প্রতি বছরই কুমোরটুলির দুর্গা প্রতিমা পাড়ি দেয় বিদেশের প্রবাসী বাঙালি পুজোগুলোয়। এ বছর বাংলায় তৈরি একটা প্যান্ডেল যাচ্ছে ক্যালিফোর্নিয়ায় বে এরিয়ার এক পুজোয়। থিমশিল্পী কোন্নগরের সন্দীপ মুখোপাধ্যায়। নির্মাণের কাজ চলছে কলকাতার তিনটি জায়গায়। সন্দীপ জানাচ্ছেন, প্যান্ডেলটির টুকরো টুকরো প্যানেল বিমানে করে নিয়ে যাওয়া হবে। তারপর ভিডিও কলিং-এর মাধ্যমে হবে বাকি কাজ। সেপ্টেম্বরের শেষের দিকেই প্যান্ডেল রওনা দেবে আমেরিকার পথে।

Videos similaires