বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল সংক্রান্ত যে নথি জমা দিয়েছে, তা কার্যকরী নয় বলে জানিয়ে দিল হাইকোর্ট। ২০১৪ সালের টেটের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকা সংক্রান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পেশ করা নথি ফেরত পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে এই তালিকার কোনও গ্রহণযোগ্যতা নেই। আদালতের নির্দেশ ছাড়া পেশ করা নথি বা কোনও নথিই নষ্ট করা যাবে না। নির্দেশ হাইকোর্টের।