এসএসসি দুর্নীতির মিডলম্যান প্রসন্নর একাধিক ফ্ল্যাটের হদিশ। ‘নিউটাউনেই অভিজাত আবাসনে একাধিক ফ্ল্যাট। বলাকা আবাসন ছাড়াও অন্য আবাসনে ফ্ল্যাট রয়েছে প্রসন্নর: সূত্র। কার রেন্টালের ব্যবসা থেকে কীভাবে বিপুল সম্পত্তি? তদন্তে সিবিআই।