Sudip Das: রাজ্য বিজেপির তফশিলি মোর্চার সভাপতি সুদীপ দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। Bangla News

2022-08-28 70

কয়লা ব্যবসায়ীদের থেকে টাকা নেন। কার্যকর্তাদের অবৈধভাবে টাকা তোলার জন্য দেন হুমকিও। রাজ্য বিজেপির তফশিলি মোর্চার সভাপতি সুদীপ দাসের বিরুদ্ধে, এমনই সমস্ত অভিযোগ তুলে রাজ্য নেতৃত্বকে চিঠি দিলে সংগঠনের এক সহ সভাপতি। ষড়যন্ত্র হয়েছে। পাল্টা দাবি করেছেন সুদীপ দাস।

Videos similaires