Soumitra Khan: বালি চুরিতে যুক্ত পুলিশ-প্রশাসনের কর্তাদের মানিক ভট্টাচার্য করে দেব, মন্তব্য সৌমিত্র খাঁ-র

2022-08-28 122

বালি চুরিতে যুক্ত পুলিশ-প্রশাসনের কর্তাদের মানিক ভট্টাচার্য করে দেব। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠকে এসে সংবাদ মাধ্যমের সামনে হুঁশিয়ারি সৌমিত্র খাঁ-র। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের অভিযোগ, কয়েকটি থানার ওসি ৬০০ কোটি টাকার বালি কেলেঙ্কারিতে জড়িত। মানিক ভট্টাচার্য যেমন পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ ও  ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদেরও তেমন অবস্থা হবে। রীতিমতো এই ভাষাতেই সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ। পাগলের প্রলাপ, কটাক্ষ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। 

Videos similaires