আর কয়েকঘণ্টার অপেক্ষা। ধূলিসাৎ হয়ে যাবে নয়ডার সেক্টর 93A-র বিতর্কিত ৪০ তলা টুইন টাওয়ার। জোড়া ইমারত ধ্বংসের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আশেপাশের আবাসনের বাসিন্দাদের। পুলিশের তরফে মাইকে চলছে সতর্কতামূলক প্রচার। আনা হচ্ছে একের পর এক ক্রেন। গোটা এলাকা পুলিশে ছয়লাপ। নিরাপত্তার দায়িত্বে ৫৬০ জন পুলিশ কর্মী, ১০০ জন রিজার্ভ ফোর্স। প্রস্তুত রাখা হয়েছে ৪টি ক্যুইক রেসপন্স টিম ও এনডিআরএফ-কে। লাগানো হয়েছে ৭টি সিসি ক্যামেরা। দুপুর আড়াইটেয় অপারেশন ডিনামাইট শুরু হওয়ার আগে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। সোয়া ২টো থেকে যমুনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। জোড়া ইমারত ধ্বংসের আধঘণ্টা পর ফের শুরু হবে যান চলাচল।