ত্রিপুরায় ফের তৃণমূলে ভাঙন-জল্পনা। পদত্যাগ করলেন দলের রাজ্য কমিটির সহ সভাপতি আব্দুল বাসিত খান। দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে ত্রিপুরার ভারপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। এই মুহূর্তে রাজ্য তৃণমূলে নেতৃত্বের অভাব। এই দলে থেকে বিজেপির বিরুদ্ধে লড়া সম্ভব নয়। দলবদলের জল্পনা উসকে মন্তব্য পদত্যাগী তৃণমূল নেতার। এর আগে ত্রিপুরায় দলের রাজ্য সভাপতি পদ থেকে সুবল ভৌমিককে অপসারণ করা হয়। তিনি ফের বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।