Khidirpur Road Repair: ভয়াবহ পথ দুর্ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ছেলের মৃত্যুর পর খিদিরপুরের বাবুবাজারে অস্থায়ীভাবে রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। Bangla News

2022-08-28 74

ভয়াবহ পথ দুর্ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ছেলের মৃত্যুর পর খিদিরপুরের বাবুবাজারে অস্থায়ীভাবে রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। রাবিশ ফেলে ভরাট করা হচ্ছে বড় বড় গর্ত। গতকাল রাতে খিদিরপুরের বাবুবাজারে কাঁটাপুকুর রোডে দুর্ঘটনা ঘটে। খানাখন্দে ভর্তি রাস্তায় উল্টে পড়ে সারের বস্তা বোঝাই লরি। লরির তলায় চাপা পড়ে যায় একটি গাড়ি। ওই গাড়িতেই ছিলেন তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রামকিঙ্কর রাম। এসএসকেমে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

Videos similaires