Twin Tower Demolish: আর কয়েকঘণ্টার অপেক্ষা। ধূলিসাৎ হয়ে যাবে নয়ডার সেক্টর 93A-র বিতর্কিত ৪০ তলা টুইন টাওয়ার। Bengla News

2022-08-28 75

আর কয়েকঘণ্টার অপেক্ষা। ধূলিসাৎ হয়ে যাবে নয়ডার সেক্টর 93A-র বিতর্কিত ৪০ তলা টুইন টাওয়ার। জোড়া ইমারত ধ্বংসের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আশেপাশের আবাসনের বাসিন্দাদের।পুলিশের তরফে মাইকে সতর্ক করা হচ্ছে। নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল।

Videos similaires