Twin Tower Demolish: মাটিতে মিশিয়ে দেওয়া হবে নয়ডার বিতর্কিত টুইন টাওয়ার। প্রায় শেষ তার প্রস্তুতি। Bangla News
2022-08-28 561
মাটিতে মিশিয়ে দেওয়া হবে নয়ডার বিতর্কিত টুইন টাওয়ার। প্রায় শেষ তার প্রস্তুতি। সূত্রের খবর, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বিস্ফোরক বসানোর প্রক্রিয়া। রবিবার দুপুর আড়াইটেয় শুরু হয়ে যাবে আবাসন ধ্বংসের কাজ। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডিনামাইট’।