Morning Headlins: খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা। সার বোঝাই লরিতে পিষ্ট হয়ে তৃণমূল কাউন্সিলর রামপেয়ারে রামের ছেলের মৃত্যু। Bangla News

2022-08-28 54

খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা। সার বোঝাই লরিতে পিষ্ট হয়ে তৃণমূল কাউন্সিলর রামপেয়ারে রামের ছেলের মৃত্যু। গ্যাস কাটার দিয়ে কাটতে হল গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে বেহাল রাস্তায় উল্টে গেল লরি। উল্টো দিক থেকে আসার সময় পিষ্ট হয়ে মাটিতে মিশল কাউন্সিলর-পুত্রের গাড়ি। আহত লরির চালক। ভোটের আগে পঞ্চায়েতে দুর্নীতি খুঁজতে নবান্নের নজরদারি। তৈরি হচ্ছে ৫টি অডিট টিম। পরিচয় গোপন রেখে অভিযোগ জানানো যাবে পোর্টালে। দুর্নীতিতে ‘ত্রিফলা’ নজর