Dumdum: কাউন্সিলরের সঙ্গে দূরত্ব বাড়ায় আক্রোশ? মহিলার বাড়িতে হামলার অভিযোগ

2022-08-27 2

দক্ষিণ দমদম পুরসভার বিধান কলোনিতে এক মহিলার বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। মহিলার দাবি, তিনি একসময় তৃণমূল করতেন। পরে কাউন্সিলরের সঙ্গে দূরত্ব বাড়ায় আক্রোশের কারণে হামলা করেছে কাউন্সিলরের অনুগামীরা। যদিও কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন।

Videos similaires