Dearness Allowance : বকেয়া মহার্ঘ ভাতা না মিটিয়ে পুজোয় অনুদান কেন ? এই প্রশ্ন তুলে পথে ২৯টি সংগঠন

2022-08-27 43

বকেয়া মহার্ঘ ভাতা না মিটিয়ে পুজোয় ক্লাব অনুদান কেন ? এই প্রশ্ন তুলে পথে নামল ২৯টি সরকারি কর্মী সংগঠন। আজ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা অবধি মিছিল করেন বিভিন্ন ক্ষেত্রের সরকারি কর্মীরা। দ্রুত মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে সরব হন তাঁরা। নবান্নে জমা দেওয়া হয় স্মারকলিপি।