আজ কৌশিকী অমাবস্যা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে।সেইমতো আজ ভোর সাড়ে চারটেয় হয় মঙ্গলারতি। এরপর রীতি অনুযায়ী দেওয়া হয় ৫ রকমের ফুল, ফল, মিষ্টি দিয়ে ভোগ। এরপর শুরু হয় পুজো। কথিত আছে, সাধক বামাক্ষেপা কৌশিকী অমাবস্যার দিনে তপস্যায় সিদ্ধিলাভ করেন। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূল তলায় সাধনা করেন তিনি। বিশেষ পুজো উপলক্ষে ভোর থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন তারাপীঠে।