Ananda Sakal ii: ভার্চুয়ালি নয়, সশরীরেই আদালতে হাজিরা দিতে চান পার্থ চট্টোপাধ্যায়। Bangla News

2022-08-26 27

ভার্চুয়ালি নয়, সশরীরেই আদালতে হাজিরা দিতে চান পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবীর দাবি, জেল কর্তৃপক্ষ যেভাবে ভার্চুয়ালি শুনানির আর্জি জানিয়েছে, তাতে রীতিমতো অসন্তুষ্ট প্রাক্তন মন্ত্রী।পার্থ চট্টোপাধ্যায় বারবার মুখ খোলাতেই কি, ভার্চুয়াল শুনানির আর্জি? তুঙ্গে রাজনৈতিক তরজা। 

Videos similaires