তেমন বাংলা ছবি নেই যেখানে ক্যাকটাসের গান ব্যবহার করা যায়: সিধু
2022-08-25 16
পার্টি করতে ইচ্ছে হলে তাঁরা চলে যায় বারাণসী। তাঁদের আড্ডাস্থল কবরখানা। ভাল থাকার মানে জানতে পেরিয়ে যায় সীমানা। ক্যাকটাস। জন্মদিনের তিরিশ বছরে চন্দ্রবিন্দু থেকে রূপম ইসলাম নিয়ে আড্ডায় আর গানে আনন্দবাজার অনলাইনের সঙ্গে।