আসানসোল জেল হাসপাতালে রয়েছেন অনুব্রত মণ্ডল। গতকাল আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় জেলে। সেখানে আইসোলেশন ওয়ার্ডে রেখে করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ আসার পরেও অনুব্রতকে জেল হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেয় জেল কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, তৃণমূল নেতার বেশ কিছু শারীরিক সমস্যা থাকায় এই সিদ্ধান্ত।