Kolkata Metro Problem: মাঝেরহাটে মেট্রোর পিলার নির্মাণের সময় বিপত্তি। Bangla News

2022-08-25 22

মাঝেরহাটে মেট্রোর কাজ করতে গিয়ে ফেটেছে নিকাশি পাইপ। ফলে খিদিরপুরে জমা জলের সমস্যা প্রবল আকার নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ মেয়র। আপাতত মেট্রোর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করাই লক্ষ্য কলকাতা পুরসভার। কাল ফের ঘটনাস্থল পরিদর্শন করবেন পুরসভা ও মেট্রোর আধিকারিকরা।

Videos similaires