Kolkata: বেহালার সরশুনায় ২ রিকশ চালকের মধ্যে বচসা, একজনের মৃত্যু I Bangla News

2022-08-24 108

বেহালার সরশুনায় ২ রিকশ চালকের মধ্যে বচসা, একজনের মৃত্যু। বচসা চলাকালীন কাচ দিয়ে গলায় আঘাত, একজনের মৃত্যু। রিকশ চালককে খুনের অভিযোগে আরেক রিকশ চালক গ্রেফতার। গলা কাটা অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে নিজেই যায় আহত রবি দাস। রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আক্রান্তের মৃত্যু। স্বাস্থ্য কেন্দ্রেই যাওয়ার পরে আক্রান্তের মৃত্যু, গ্রেফতার অভিযুক্ত।