রুবিনার গ্রিন ম্যাজিকে বুঁদ নেট দুনিয়া
2022-08-24
0
সদ্যই শেষ হয়েছে খতরো কে খিলাড়ি সিজন 12। আর এই সিজনে স্টাইলিংয়ে সবার নজর কেড়েছেন রবিনা দিলায়েক। তাঁর লুকে ঘুম উড়েছে অনুরাগীদের। আরও একবার তাঁকে দেখা গেল ভিন্ন লুকে। সবুজ রঙের ডিপ নেক পোশাকে এবার নজর কাড়লেন বলি সুন্দরী।