By Election: বনগাঁ ও আসানসোলের পুর-উপনির্বাচনে জয়ী তৃণমূল। Bangla News

2022-08-24 281

পার্থ, অনুব্রতকাণ্ডের মধ্যেই বনগাঁ পুরসভার একটি ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল। ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী পাপাই রাহা।২ হাজার ১১৮ ভোটে তৃণমূল প্রার্থী জয়ী। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী অরূপ পাল। আসানসোলেও জয়ী তৃণমূল কংগ্রেস। ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। আসানসোলে দ্বিতীয় স্থানে সিপিএম, তৃতীয় বিজেপি।

Videos similaires