ঘণ্টাখানেক সঙ্গে সুমন: পর্ব ২ (২৩.০৮.২২): সিবিআই তদন্তে ক্ষুব্ধ প্রতিমা দত্ত। তৃণমূল-সিবিআই সেটিং তত্ত্বে দিলীপকে সমর্থন। দিলীপের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল।

2022-08-24 4

ঘণ্টাখানেক সঙ্গে সুমন: জাল রসিদ তৈরি করে অবাধে গরু পাচার! ইলামবাজারে ইতি নয়, পাইকরেও পাচারচক্র! তৃণমূল নেতার মালিকানাধীন হাটে ভার্চুয়ালে গরু কেনাবেচা? কাল অনুব্রতকে আদালতে পেশের আগে বিচারককেই মাদক কেসে ফাঁসানোর হুমকি! সরকারি টেন্ডার দিতেও টাকা-গাড়ি ঘুষ নেন অনুব্রত, সিবিআইকে অভিযোগ বীরভূমের ২ ব্যবসায়ীর। সিবিআই তদন্তে ক্ষুব্ধ প্রতিমা দত্ত। তৃণমূল-সিবিআই সেটিং তত্ত্বে দিলীপকে সমর্থন। বিজেপি যা পারে না, দিলীপ তাই পারেন, দিলীপের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল। 

Videos similaires