KMC Bad Road: পুজোর আগে রাস্তা মেরামতির অনুরোধ জানিয়ে এই সমস্ত বেহাল রাস্তার তালিকা কলকাতা পুরসভার হাতে তুলে দিল পুলিশ। Bangla News

2022-08-24 8

পুজোর আর মাস দেড়েক বাকি। তার আগে কলকাতা পুরসভার হাতে শহরের খারাপ রাস্তার তালিকা তুলে দিল কলকাতা পুলিশ। পুজোর আগে দ্রুত সারানোর অনুরোধ। ছোটখাটো মেরামতির কাজ শুরু হয়েছে, পুজোর পরে স্থায়ী সংস্কার। আশ্বাস পুরসভার।

Videos similaires