শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। ‘দু’চারটে আসনে হারলে ভোটে গা জোয়ারি নয়’। ‘প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে স্বচ্ছ ভাবমূর্তি’। পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে দলকে বার্তা অভিষেকের, খবর সূত্রের।পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক অভিষেকের।