Suvendu Adhikari: রাজ্যে এখনও কোটি কোটি টাকার গরুপাচারের সিন্ডিকেট সক্রিয়: শুভেন্দু । Bangla News

2022-08-23 211

পুরুলিয়ায় দুধের কন্টেনার থেকে উদ্ধার গরু, রাজ্যকে নিশানা শুভেন্দুর। রাজ্যে এখনও কোটি কোটি টাকার গরুপাচারের সিন্ডিকেট সক্রিয়। অমিত শাহর নজরদারিতে বিএসএফ নিরাপত্তা আঁটোসাঁটো করেছে। তাই পুরনো পদ্ধতিতে গরুপাচার কঠিন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী পুলিশকে গরুপাচারের অভিনব কৌশল খুঁজতে নির্দেশ দিয়েছেন। পুরুলিয়ায় দুধের কনটেনারে গরুর হদিশ সেটাই প্রমাণ করে। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Videos similaires