Bogtui: বগটুই গণহত্যা মামলায় সিবিআই-এর জালে আরও ৭ । Bangla News

2022-08-23 104

বগটুই গণহত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করল সিবিআই। আজই হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত। সিবিআই সূত্রে খবর, বগটুই গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মেলে। খবর সূত্রের।

Videos similaires