ঘণ্টা খানেক সঙ্গে সুমন: গরু পাচার তদন্তে আরেক রাইস মিলে সিবিআই হানা। ব্যাঙ্ক আধিকারিককে নিয়ে কেষ্টর দেহরক্ষীর ফ্ল্যাটেও গোয়েন্দা তল্লাশি। রকেটের গতিতে বেড়েছে অনুব্রতর সম্পত্তি, আদালতে বলল সিবিআই। আগেই সতর্ক করেছিলাম কান দেননি অনুব্রত। দলে ফিরে বিস্ফোরক স্বপনকান্তি। সিবিআই কার হাতে আমার কিছু এসে যায় না। তৃণমূল সিবিআই সেটিং তত্ত্বে অনড় দিলীপ।