মেট্টোরেল চালু হচ্ছে এই ডিসেম্বরে। সড়কে রেলিং হচ্ছে, কিন্তু কেনো? শুরু হয়েছে সৌন্দর্য বাড়ানোর কাজ | Metro Rail Update 2022
মেট্টোরেলের সড়কে রেলিং হচ্ছে, কিন্তু কেনো? শুরু হয়েছে সৌন্দর্য বাড়ানোর কাজ | Metro Rail Update 2022
মেট্রোরেলের সর্বশেষ কাজের অগ্রগতি | মেট্রোরেলের নিচে তৈরি করা হচ্ছে নতুন রাস্তা | ঢাকা মেট্রোরেল এর মতিঝিল থেকে কমলাপুর অংশটি যেভাবে নির্মান করা হবে | Dhaka Metro Rail Update. GuraGuri.
ঢাকার যে পথ ধরে ধরে, উড়াল মেট্রোরেলের ভায়াডাক্ট ছুটে গেছে উত্তরা থেকে মতিঝিল, আশার কথা হচ্ছে, ২০২২ সালে এসে, দেশের প্রথম উড়াল মেট্রোরেলের সবগুলো ভায়াডাক্ট বসে যাওয়ার পর, ধীরে ধীরে সড়ক অংশ থেকে মালামাল সরিয়ে নিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এখনো সব অংশ থেকে সরানো শেষ না হলেও, আশার আলো দেখাচ্ছে অন্তত ১৩ কিলোমিটার পথ। খামারবাড়ি থেকে উত্তরা উত্তর। আমরা ছুটছি সে পথ ধরেই। আপনাদের দেখাবো এর বাস্তবচিত্র।
#MetroRail
#MetroStation
#guraguri
#GuraGuri
#Road_Clean
#Dhaka_Road_Clear
#MetroRail_Suffering