MD Ali Park: মহম্মদ আলি পার্কের রিজার্ভারের ওপর প্যান্ডেল করার অনুমতি দেওয়া যাবে না, জানিয়ে দিল পুরসভা। Bangla News

2022-08-23 5

কোনওভাবেই মহম্মদ আলি পার্কের রিজার্ভারের ওপর প্যান্ডেল করার অনুমতি দেওয়া যাবে না। পুরসভা সূত্রে খবর, মহম্মদ আলি পার্কের পুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়ে দিলেন জলসরবরাহ বিভাগের ডিজি। জায়গা খুঁজতে আগামীকাল পুরসভার সঙ্গে যৌথ পরিদর্শন রয়েছে কমিটির।  

Videos similaires