Bankura: ধারে মদ না দেওয়ায় দোকানে ঢুকে সেলসম্যানকে এলোপাথাড়ি কাটারির কোপ

2022-08-22 182

ধারে মদ না দেওয়ায় দোকানে ঢুকে সেলসম্যানকে এলোপাথাড়ি কাটারির কোপ। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে শিউড়ে ওঠার মতো ছবি। বাঁকুড়ায় বেলিয়াতোড় থানার বৃন্দাবনপুর গ্রামে চাঞ্চল্য। ফুটেজ দেখেই পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

Videos similaires