Electrocuted Death: পূর্ব মেদিনীপুরে ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু

2022-08-22 38

পূর্ব মেদিনীপুরে ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু। রামনগরের পর এবার ময়নায় দুর্ঘটনা। ঝুলে থাকা হাইটেনশন তারের সংস্পর্শে এসে মৃত্যু গৃহবধূর। তারের সংস্পর্শে এসে একজন গৃহবধূ গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে ভর্তি করা হয়েছে তমলুকের এক নার্সিংহোমে। লাইন সারানোর কথা বারবার বলেও কাজ হয়নি, অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানের।