বোলপুরে ফের সায়গল হোসেনের ফ্ল্যাটে সিবিআই হানা। তৃতীয়বার সায়গল হোসেনের ফ্ল্যাটে সিবিআই। গরুপাচার মামলায় অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে সিবিআই। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিককে নিয়ে সায়গলের ফ্ল্যাটে সিবিআই। সায়গল হোসেনের দুটি গাড়ির হদিশ । সায়গলের আত্মীয়দের সিবিআই জিজ্ঞাসাবাদ। সায়গলের ফ্ল্যাট থেকে নথি বাজেয়াপ্ত। লেনদেন খতিয়ে দেখতে গোয়েন্দা টিম সায়গলের ফ্ল্যাট থেকে গেল বোলপুরের অ্যাক্সিস ব্যাঙ্কে। বেশ কয়েক ঘণ্টা তল্লাশির পর অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে বেরোল সিবিআই টিম।