TMC : তৃণমূলকে হারিয়ে বাম-কংগ্রেস জোটের লালগোলার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত দখল। Bangla News

2022-08-22 1

তৃণমূলের হাতছাড়া লালগোলার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত। দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত দখল করল বাম-কংগ্রেস জোট। ২৪ আসনের পঞ্চায়েতের মধ্যে ১০টিতে জিতেছিল তৃণমূল। ৯টি আসনে জিতেছিল কংগ্রেস, ৫টিতে সিপিএম। ম্যাজিক ফিগার না থাকলেও তৃণমূলের বিরুদ্ধে জোর করে পঞ্চায়েত দখলের অভিযোগ করে বিরোধীরা। ৪ বছর পর গত জুলাইয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে বাম-কংগ্রেস। ২৫ জুলাই অপসারিত হন তৃণমূলের পঞ্চায়েত প্রধান আব্দুল কাদির। আস্থা ভোটে ১৩-১১ ভোটে নতুন প্রধান নির্বাচিত হলেন জোট প্রার্থী সন্ধ্যারানি দাস।

Videos similaires