সিবিআই নিয়ে মন্তব্যে নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। ‘সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না’, ‘বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে, কতজনকে সাজা দিয়েছে সিবিআই?’, ‘দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই, আমরাও বিশ্বাস করেছিলাম, ন্যায় পাইনি’, ‘সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি নিজেদের প্রমাণ করেছে’। ফের মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।