ABP Ananda Swasthya Samman 2022: এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মানে সম্মানিত ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ

2022-08-22 6

স্বাস্থ্যপ্রতিষ্ঠান এবং চিকিৎসক, স্বাস্থ্যে আস্থা দেন যাঁরা তাঁদের সম্মান জানাল এবিপি আনন্দ। বাংলার  স্বাস্থ্য ক্ষেত্রের গরিমাকে কুর্নিশ। বাংলার বিভিন্ন স্বাস্থ্য  প্রতিষ্ঠান এবং চিকিৎসকদের হাতে ‘স্বাস্থ্য সম্মান’ তুলে দিয়ে  সম্মানিত হল এবিপি আনন্দ।  এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মানে সম্মানিত ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ । সম্মানগ্রহণ করলেন,  চিকিৎসক অপূর্ব ঘোষ ( ডিরেক্টর, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, কলকাতা ) 

Videos similaires