খড়কুটো'য় মৃত 'গুনগুন' ফিরে এল 'সৌজন্য'-র বান্ধবী হয়ে

2022-08-22 5

'তিনি মরিয়া প্রমাণ করলেন তিনি মরেন নাই'। জীবন ফিরে ফিরে আসে। তাই 'খড়কুটো' ধারিবাহিকে 'গুনগুন'-এর মৃত্যু হলেও পঁচিশ বছর পরে ফিরলেন আর এক 'গুনগুন'। আর 'গুনগুন' এর ছেলে হয়ে ফিরল ইশান। হুবহু ধারাবাহিকের সৌজন্য ওরফে কৌশিক। প্রিয় মানুষ পৃথিবীতে ফিরে আসে। 'খড়কুটো' বুঝিয়ে দিল।