Hand, Foot, and Mouth Disease : চিকেন পক্স মনে হলেও, এই রোগটা কিন্তু আলাদা !
2022-08-22 6
মুখ, হাত, গোড়ালি, হাঁটুতে ফোসকা৷ দেখে চিকেন পক্স মনে হলেও এটাই কিন্তু হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজের উপসর্গ। এই রোগের শিকার হয় মূলত ছোটরাই। পাশাপাশি ভয় ধরাচ্ছে সোয়াইন ফ্লু এবং ‘টম্যাটো ফ্লু। উপসর্গ দেখা দিলে অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।