Prisoners Escaped: থানার লক আপ ভেঙে পালাল খুনে অভিযুক্ত দুই বন্দি। Bangla News

2022-08-21 13

থানার লক আপ ভেঙে পালাল খুনে অভিযুক্ত দুই বন্দি। গতকাল রাতে হাওড়ার শালিমার জিআরপি-তে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ১৭ অগাস্ট চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়ে কিশোর বন্ধুকে খুনের অভিযোগ ওঠে ২ অভিযুক্তর বিরুদ্ধে। খুনের অভিযোগে কিশোরের দুই বন্ধুকে বৃহস্পতিবার গ্রেফতার করে শালিমার জিআরপি।