Hoarding Contro: তৃণমূলের সমর্থনে এবার নতুন হোর্ডিং পড়ল উত্তর কলকাতায়। হোর্ডিং ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল। Bangla News

2022-08-21 2

তৃণমূলের সমর্থনে এবার নতুন হোর্ডিং পড়ল উত্তর কলকাতায়। তাতে লেখা - পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ। সুকিয়া স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল। শুরু হয়েছে বাগযুদ্ধ।