Anubrata Mondal:বোলপুর পুরসভার গাড়ির খালাসি থেকে কোম্পানির ডিরেক্টর বিদ্যুৎবরণ! নেপথ্যে কি গরু পাচারের টাকা? Bangla News

2022-08-21 658

গরুপাচার মামলায় এবার অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বোলপুরের কালিকাপুরের বাড়িতে সিবিআইয়ের হানা। বোলপুর পুরসভার গাড়ির খালাসি ছিলেন বিদ্যুৎ। ২০১১-র পালাবদলের পর তাঁর চাকরি পাকা হয়। সেই থেকে উত্থান বিদ্যুৎবরণের। স্থানীয় সূত্রে দাবি, অনুব্রতকে বাবা বলে ডাকতেন বিদ্যুৎ। অনুব্রত তাঁকে একাধিক সংস্থার ডিরেক্টর বানিয়েছেন বলে সিবিআই সূত্রে দাবি। গরুপাচার মামলায় এবার সেই বিদ্যুৎবরণই সিবিআইয়ের নজরে।